ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের হত্যায় পরিকল্পিত স্থল অভিযান চালাতে অস্বীকৃতি জানিয়েছিল বলে খবর বেরিয়েছে। এমন অভিযান যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনা যেমন ভেস্তে দেবে তেমনি কাতারের সঙ্গে সম্পর্কেরও অবনতি ঘটাবে- এই আশঙ্কা থেকেই তারা দোহায় অপারেশন চালাতে রাজি হয়নি, শুক্রবার এক প্রতিবেদনে এমনটাই বলেছে ওয়াশিংটন পোস্ট। মোসাদ স্থল অভিযান না চালানোয় বাধ্য হয়েই গত সপ্তাহের মঙ্গলবার ইসরায়েলকে বিমান হামলা চালাতে হয়েছে। তাদের লক্ষ্যই ছিল দোহায় জড়ো হওয়া হামাসের শীর্ষ নেতাদের হত্যা, কিন্তু বিমান হামলায় যে সে লক্ষ্য পূরণ হয়নি, তা যত দিন যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে। টাইমস অব ইসরায়েল লিখেছে, হামলার পর প্রাথমিকভাবে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে কাতারে থাকা হামাসের নেতা খলিল আল-হায়া নিহত হয়েছেন। কিন্তু শুক্রবার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, খলিল তার ‘শহিদ’ সন্তান...