মামলার পর দিন থেকেই ছুটি নেন মজনু: গত বছরের ৫ আগস্টের পর থেকে পলাতক থাকলেও মজনুর বিরুদ্ধে ছাত্র-জনতাকে হত্যাচেষ্টা ও হামলার ঘটনায় টাঙ্গাইল সদর থানায় মামলা হয় এই বছরের ১১ এপ্রিল। এ মামলার ১০৫ নম্বর আসামি মজনু। মামলা হওয়ার তিন দিন পর তিন মাসের ছুটির আবেদন করেন তাবলিগ জামাতে যাওয়ার কারণ উল্লেখ করে। এই ছুটির আবেদন করার আগেও তিনি কর্মক্ষেত্রে উপস্থিত ছিলেন না। ছুটি যেদিন আবেদন করেছেন সেদিনও উপস্থিত ছিলেন না। এর আগে জানুয়ারিতে একই কারণ দেখিয়ে তিনি চার মাস ছুটি কাটান। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, এই মামলা এবং আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে নিজের নানা অপকর্মের কারণে পলাতক আছেন মজনু।টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহম্মেদ বলেন, এরকম একটা মামলা আছে। এসব মামলায় তো অনেক আসামি থাকে। মামলাটির তদন্ত চলছে।মামলার আসামি...