১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ পিএম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭৩ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী পর্ষদ সিনেটে ৫ জন শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনের বিধান থাকলেও চবিতে এই নির্বাচন কখনোই অনুষ্ঠিত হয়নি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদে নির্বাচিত প্রতিনিধিদের কেউই হতে পারবেন না সিনেট সদস্য। সিনেট সদস্য নির্বাচিত হওয়ার জন্য আলাদাভাবে নির্বাচন আয়োজন করতে হয়। সম্প্রতি অনুষ্ঠিত ডাকসুতে নির্বাচিত প্রার্থীদের মধ্যে ৫ জন হয়েছেন ঢাবি সিনেট সদস্য। এমন তথ্য জানান চাকসু নির্বাচন পরিচালনার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন। তিনি জানান, চাকসুতে নির্বাচিত শিক্ষার্থীরা সিনেট সদস্য হতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী, সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি হওয়ার জন্য আলাদা নির্বাচন আয়োজন করতে হয়। চাকসু নির্বাচনের সঙ্গে সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনের কোনো সম্পর্ক নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়...