ঢাকা: ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে ইসলামি দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, গাজা এবং কাতারে ইসরায়েলের হামলার মোকাবিলায় একসঙ্গে কাজ করা অত্যন্ত জরুরি।এই আহ্বান এসেছে কাতারের রাজধানী দোহায় আসন্ন আরব-ইসলামিক সম্মেলনের আগে, যা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করা হয়। খবর টিআরটি ওয়ার্ল্ড।প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বলেন, “গাজা ও কাতারে ইসরায়েলের হামলার বিরুদ্ধে ইসলামি দেশগুলোকে একজোট হয়ে সামরিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।” তার মতে, এককভাবে নয়, সম্মিলিত উদ্যোগেই এই সংকট মোকাবিলা সম্ভব।সুদানি বলেন, গত মঙ্গলবার দোহার ওপর ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন হামাস সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন, যা “আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন” এবং পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি।তিনি আল...