ইসরাইলের অবরোধ ভাঙতে ফ্লোটিলার অংশ হিসেবে ত্রাণসহ গাজাগামী প্রথম তিউনিশীয় জাহাজ রওনা হয়েছে। রাজধানী তিউনিসের উত্তরে লা গুলেট থেকে রোববার (১৪ সেপ্টেম্বর) জাহাজটি যাত্রা শুরু করে, যা ইসরাইলি অবরোধের মুখে ফ্লোটিলায় অংশ নেওয়া আন্তর্জাতিক জাহাজগুলোর সঙ্গে যোগ দিতে যাচ্ছে। সংগঠনকারীরা জানিয়েছেন, জাহাজটিতে পাঁচজন কর্মী ছিলেন, যার মধ্যে তিউনিশিয়ান শিল্পী মোহামেদ আমিন হামজাউইও রয়েছেন। এটি ম্যাগ্রেবের ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র অংশ হিসেবে প্রথম তিউনিশিয়ান জাহাজ। এই ফ্লোটিলায় মোট ২৩টি উত্তর আফ্রিকান এবং ২২টি বিদেশি জাহাজ অংশ নিচ্ছে। রোববার (১৪ সেপ্টেম্বর) তিউনিশিয়ার বিজার্টে বন্দর থেকে তিনটি স্প্যানিশ জাহাজও রওনা হয়েছে, যা বৃহত্তর ফ্লোটিলার সঙ্গে যোগ দিতে চলেছে। সংগঠনকারীদের তথ্যানুযায়ী, বর্তমানে প্রায় ৫০টি জাহাজ ৪৭টি দেশের অংশগ্রহণকারীদের সঙ্গে তিউনিশিয়ান বন্দরে একত্রিত হয়েছে। ফ্লোটিলায় পার্লামেন্ট সদস্য, শিল্পী এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি অংশ নিচ্ছেন, যারা ইউরোপ,...