এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে শনিবার ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিয়ে বৈঠক করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিসিবি সেটা আনন্দের সঙ্গে প্রচার করে। আবুধাবিতে শ্রীলংকার কাছে বাংলাদেশ ছয় উইকেটে হারার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ওই সভা নিয়ে সমালোচনা হচ্ছে। এই হারের পর বাংলাদেশের সুপার ফোরের সম্ভাবনা কঠিন হয়ে গেছে। তবে জাকের আলী এখনো চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন। দুই সাবেক অধিনায়ক আকরাম খান ও মিনহাজুল আবেদীন নান্নুরও ধারণা বাংলাদেশের সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। বি-গ্রুপে বাংলাদেশ ও হংকং দুটি করে ম্যাচ খেলেছে। বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে রানরেট খুব বেশি এগিয়ে রাখতে পারেনি। এরপর শ্রীলংকার কাছে বড় ব্যবধানে হার। নেট রানরেটে অনেক পিছিয়ে লিটন দাসরা। সুপার ফোরে উঠতে হলে বাংলাদেশকে অবশ্যই আফগানিস্তানের বিপক্ষে জিততে হবে। এর পরও অনেক ‘যদি’...