১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিকান অব কঙ্গোতে নতুন করে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইবোলা একটি মারাত্মক রোগ, যা আক্রান্ত ব্যক্তির জীবন ঝুঁকিতে ফেলে। এই সংকট মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্থানীয় স্বাস্থ্যকর্মীরা দ্রুত টিকাদান কার্যক্রম শুরু করেছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) কাসাই প্রদেশের বুলাপে স্বাস্থ্য জোনে এই টিকাদান কার্যক্রম শুরু হয়, যেখানে প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। টিকা কার্যক্রমের লক্ষ্য হলো সংক্রমণ রোধ করা। প্রথম পর্যায়ে ৪০০ জন ফ্রন্টলাইন কর্মী এবং আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে থাকা মানুষকে টিকা প্রদান করা হচ্ছে। এই উদ্যোগে "রিং ভ্যাকসিনেশন" কৌশল ব্যবহার করা হচ্ছে, যার মাধ্যমে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকা সবাইকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ডিআর কঙ্গোর কর্তৃপক্ষ ইবোলা প্রাদুর্ভাব ঘোষণা করার পর ডব্লিউএইচও ( WHO) এবং...