চলতি এশিয়া কাপে গতকালের ভারত-পাকিস্তান ম্যাচে জয় পেয়েছে ভারত। ম্যাচে ফলাফলের চেয়ে এখন বেশি আলোচ্য হয়ে উঠেছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের খেলোয়াড়দের আচরণ। এবার খেলার মাঠে নিয়মরক্ষার ভদ্রতাও দেখালো না ভারত। ম্যাচ শুরুর আগেই বিতর্কের শুরু। টসের সময় সাধারণত দুই দলের অধিনায়ক হাত মেলান। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব সেটা করেননি। এমনকি এবার প্রকাশ্যে এলো অবাক করার মতো খবর, খেলা শুরুর আগেই নাকি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে এ বিষয়ে জানানো হয়েছিল। ম্যাচের পরও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারতীয়রা। এমনকি পাকিস্তান দল ভারতীয় ড্রেসিংরুমের সামনে সৌহার্দ্য প্রকাশের জন্য গিয়েছিল, কিন্তু তাদের মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া হয়। ভারতের এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটে বড় আলোচনার জন্ম দিয়েছে। অবশ্য ম্যাচের পর ভারতের অধিনায়ক সূর্যকুমার ব্যাখ্যা দেন যে, হাত না মেলানো ছিল পহেলগাম হামলায়...