১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩ পিএম সংশোধিত ওয়াকফ আইনের ওপর সম্পূর্ণ স্থগিত না করে বিতর্কিত কিছু ধারার ওপর স্থগিতাদেশ দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। সোমবার (১৫ সেপ্টেম্বর) অন্তর্বর্তী রায়ে আদালত জানিয়েছে, ওই আইনের সব ধারা সম্পূর্ণভাবে স্থগিত করার কোনো যুক্তি নেই। এ সময় সুপ্রিম কোর্ট জানায়, জেলাশাসক সাধারণ মানুষের ব্যক্তিগত অধিকার নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না। কারণ এতে আইন, আদালত আর প্রশাসনের প্রদত্ত আলাদা ক্ষমতার লঙ্ঘন হবে। সুপ্রিম কোর্ট সোমবার জানায়, পুরো ওয়াকফ (সংশোধনী) আইন, ২০২৫ স্থগিত করার মতো অবস্থা তৈরি হয়নি। তবে আইনটির কিছু বিতর্কিত ধারায় আপাতত স্থগিতাদেশ জারি করা হয়েছে। এর আগে ২০২৫ সালের সংশোধিত আইনে ওয়াকফ সম্পত্তি সরকারি সম্পত্তি কিনা তা নির্ধারণ করার এবং সে অনুযায়ী আদেশ জারি করার ক্ষমতা দেয়া হয়েছিল...