ঢাকার গেন্ডারিয়া এলাকার নতুন রাস্তাটি যেন নামেই নতুন। বছরের পর বছর সংস্কারের অভাবে রাস্তাটি এখন ভাঙাচোরা আর খানাখন্দে ভরা। প্রতিদিন এই রাস্তায় চলাচল করতে হয় ভ্যানচালক, লেগুনা ও বাসচালক, ট্রাকচালক থেকে শুরু করে সাধারণ চাকরিজীবী ও পথচারীদের। ফলে তাদের দুর্ভোগ যেন এক অনন্ত যাত্রা। ছবি: বিপ্লব দীক্ষিৎ রমনা কিংবা মতিঝিলের মতো ব্যস্ত এলাকায় দ্রুত যেতে হলে এই রাস্তাটিই অনেকের ভরসা। কিন্তু প্রতিটি গর্ত যেন যাত্রী ও চালকদের জন্য ভয়ংকর ফাঁদ। লেগুনা কিংবা বাস যখন হঠাৎ থেমে যায় বা দুলে উঠে, তখন যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক সময় যাত্রী নামার সময় হোঁচট খেয়ে পড়ে যায়, আবার চালকেরা ঝুঁকি নিয়েই গাড়ি চালান। শুধু যানবাহন নয়, দুর্ভোগে পড়েন অফিসগামী চাকরিজীবীরাও। সকালে সময়মতো অফিসে পৌঁছাতে না পেরে অনেকেরই চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।...