আসন্ন বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে দেশ-বিদেশ ভ্রমণের সব আয়োজনে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত এ মেলা চলবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। পর্যটন বিচিত্রা আয়োজিত এ মেলায় সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ। সংবাদ সম্মেলনে পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল জানান, বেড়ানোর সব আয়োজন নিয়ে দেশ-বিদেশের ভ্রমণ প্রতিষ্ঠানের অংশগ্রহণে ঢাকায় এই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেলায় আকর্ষণীয় ডিসকাউন্ট অফার, র্যাফেল ড্র ছাড়াও থাকবে বিটুবি সেশন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। আসন্ন শীত...