চাঁদপুরে এক নবজাতককে ঘিরে অদ্ভুত ও হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, এক অজ্ঞাত যুবক মৃত দাবি করে শিশুটিকে পৌর কবরস্থানে নিয়ে আসে। কবর খোঁড়ার কাজ চলছিল, এমন সময় আজান দেওয়া হলে শিশুটি হঠাৎ নড়ে ওঠে। এতে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। পরে সাংবাদিকদের মাধ্যমে নবজাতককে দ্রুত শহরের একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে এনআইসিইউতে ভর্তি করা হলেও রোববার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। সাক্ষীদের ভাষ্য অনুযায়ী, দুপুরের দিকে প্রায় ৩০-৩৫ বছরের এক যুবক একটি কার্টনে শিশুটিকে নিয়ে আসে এবং মৃত বলে দাবি করে দ্রুত দাফনের পরামর্শ দিয়ে সরে যায়। কিন্তু আজানের সময় শিশুটি জীবনের চিহ্ন দেখালে বিষয়টি ফাঁস হয়ে যায়। হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলাম জানান, স্থানীয় সংবাদকর্মীরাই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতাল মালিক সমিতির সাধারণ...