নিম্নাঞ্চলে পানি নিষ্কাশনে দেরি হওয়ায় দুর্ভোগে পড়েছেন অনেক মানুষ তিস্তা নদীতে পানি কমে যাওয়ায় লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বেড়েছে নদীভাঙন। ইতোমধ্যে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। নিম্নাঞ্চলে পানি নিষ্কাশনে দেরি হওয়ায় দুর্ভোগে পড়েছেন অনেক মানুষ। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ৯টায় লালমনিরহাটের হাতীবান্ধায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে নেমেছে। বিপৎসীমা ৫২ দশমিক ১৪ মিটার।আরো পড়ুন:ইছামতীর পাড়ের জমি অধিগ্রহণ করলে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভযমুনার করালগ্রাসে বাঘুটিয়া চর ইছামতীর পাড়ের জমি অধিগ্রহণ করলে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ এর আগে রবিবার সন্ধ্যায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় লালমনিরহাটের পাঁচ উপজেলার নিম্নাঞ্চলে বন্যা দেখা দেয়। নদীপাড়ের মানুষ ও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃষ্টি আর উজানের ঢলে তিস্তা নদীতে হঠাৎ পানি বেড়ে...