আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। প্রধান আলোচক ছিলেন দেবীগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার ইনজামামুল আমীন প্রীমন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোয়েল রানা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শিরীন শারমিন, পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন, মো. তবারক হ্যাপি, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি। সভায় বক্তব্য...