নেত্রকোণার কেন্দুয়ায় বিয়ের প্রলোভনে তিন নারীকে চীনে পাচারের চেষ্টা করার সময় এক চীনা নাগরিকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে কেন্দুয়া পৌর সদরের সলফ কমলপুর গ্রামের রুবেল মিয়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়। বর্তমানে তারা কেন্দুয়া থানা হেফাজতে আছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে একটি প্রাইভেটকারে করে ওই চীনা নাগরিক ও একজন বাংলাদেশি নাগরিকসহ রুবেল মিয়ার মেয়ে (গার্মেন্টসকর্মী), তার খালাতো বোন এবং জামালপুরের আরেক কিশোরী রুবেল মিয়ার বাড়িতে আসে। তারা পরিবারকে জানায়, চীনে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা যাবে। স্থানীয়রা জানতে পারে, রুবেল মিয়ার মেয়ের সঙ্গে চীনা নাগরিকের বিয়ে হয়েছে। এ নিয়ে সন্দেহ দেখা দিলে উপস্থিতরা বিয়ের কাগজপত্র চাইলে মোবাইলে কিছু নথি দেখানো হয়, তবে তাতে অসংগতি ধরা পড়ে। পরে স্থানীয়রা বিষয়টি মদন সেনা...