রাঙামাটির লংগদুতে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন। এতে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ভুক্তভোগী কিশোরীটি। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই বাল্যবিবাহের আয়োজন প্রতিরোধ করেন ইউএনও। জানা যায়, অপ্রাপ্ত বয়সের মেয়েকে বিয়ে দিচ্ছিলেন ওই এলাকার মো. আহাদ মিয়া। খবর পেয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে কিশোরীর বিয়ের অনুষ্ঠানটি বন্ধ করে দেন ইউএনও। এ সময় মেয়ের বাল্যবিবাহের প্রস্তুতির দায়ে আহাদ মিয়াকে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ অনুযায়ী অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে উপযুক্ত বয়সের আগে মেয়েকে বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা দিতে হয়েছে ওই অভিভাবককে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। লংগদুর ইউএনও বলেন, বাল্যবিবাহ শুধু সামাজিক সমস্যা নয়— এটি দেশের প্রচলিত আইনে দণ্ডনীয়...