ব্রিসবেনে অস্ট্রেলিয়ার পাবলিক ব্রডকাস্টার এবিসি-এর সদর দফতরের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, যেখানে গাজায় সাংবাদিকদের মৃত্যুর ঘটনা তুলে ধরা হয়। রোববার (১৪ সেপ্টেম্বর) দক্ষিণ ব্যাংক এলাকায় প্রায় ৪০০ জন বিক্ষোভকারী অংশ নেন। ‘এবিসি স্টপ সাইলেন্সিং প্যালেস্টাই – র্যালি অ্যান্ড মার্চ’ শিরোনামে এই বিক্ষোভের আয়োজন করে ব্রিসবেনের ‘জাস্টিস ফর প্যালেস্টাইন ম্যাগান-ডজিন’ নামের সংগঠন। অনেক বিক্ষোভকারী ‘প্রেস’ লেখা ভেস্ট পরে আসেন, যাতে নিহত সাংবাদিকদের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও, একজন অংশগ্রহণকারী এবিসি-কে গাজায় নিহত সাংবাদিকদের তালিকা প্রদান করেন। বিক্ষোভকারীরা সংবাদমাধ্যমগুলিকে আরও ব্যাপকভাবে যুদ্ধের খবর প্রচার করার আহ্বান জানান। সংগঠনটি তাদের ফেসবুক ইভেন্টে লিখেছে, এবিসি, আপনি লুকাতে পারবেন না, আপনি গণহত্যা লুকাচ্ছেন। এবিসি তাদের প্রতিবেদনে গণহত্যার জন্য কেবল মুখের কথা বলাটা বন্ধ করুক। ইসরাইল সাংবাদিকদের গাজায় প্রবেশ করতে দেয় না এবং বিশেষভাবে ফিলিস্তিনি সাংবাদিকদের...