এবার ইসরায়েলের রামন বিমানবন্দর এবং নেগেভ অঞ্চলের একটি সামরিক স্থাপনায় একযোগে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুতি। সেইসঙ্গে তারা জোর দিয়ে বলেছে, ইসরায়েলি আগ্রাসন কখনোই তাদের দৃঢ় সংকল্পকে দুর্বল করতে পারবে না কিংবা ফিলিস্তিনের প্রতি সমর্থন বন্ধ করতে পারবে না। সোমবার (১৫ সেপ্টেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনি সেনা ও সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক ঘোষণায় বলেছেন, চারটি ড্রোন দিয়ে ইসরায়েলের একাধিক স্থানকে লক্ষ্যবস্তু করেছে ইয়েমেনি বিমানবাহিনী। তিনি জানান, তিনটি ড্রোন উম্ম আল-রাশরাশ (আইলাত) অঞ্চলের রামন বিমানবন্দরকে আঘাত করে এবং চতুর্থ ড্রোন ব্যবহার করে নেগেভ অঞ্চলের একটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়। সারির দাবি অনুযায়ী, তাদের ছোড়া সবকয়টি ড্রোনই সফলভাবে নির্ধারিত লক্ষ্যে আঘাত হেনেছে। এ সময় হুতি...