১৩টি মনোনয়ন নিয়ে আউটস্ট্যান্ডিং ড্রামা সিরিজ জিতেছে ‘দ্য পিট’। আউটস্ট্যান্ডিং কমেডি সিরিজের পুরষ্কার জিতেছে ‘দ্য স্টুডিও’। অন্যদিকে ‘অ্যাডোলেসেন্স’ জিতে নিয়েছে আউটস্ট্যান্ডিং লিমিটেড অথবা অ্যান্থোলজি সিরিজ। ‘সেভারেন্স’ ড্রামা সিরিজে অভিনয় করে ব্রিট লোয়ার জিতেছেন আউটস্ট্যান্ডিং লিড অ্যাকট্রেসের খেতাব। অন্যদিকে, ‘দ্য পিট’ সিরিজের নোয়া ওয়াইলের ঝুলিতে লিড অ্যাকটরের ট্রফি। কমেডি ক্যাটাগরিতে ‘দ্য স্টুডিও’ সিরিজে অভিনয় করা সেথ রোগেন জিতেছেন আউটস্ট্যান্ডিং লিড অ্যাকটরের পুরষ্কার। আউটস্ট্যান্ডিং লিড অ্যাকট্রেসের পুরষ্কার জিতেছেন ‘হ্যাকস’ এর জিন স্মার্ট। এটি তার ৭ম এমি। লিমিটেড অথবা অ্যান্থোলজি মুভি-সিরিজ ক্যাটাগরিতে স্টিফেন গ্র্যাহাম ‘অ্যাডোলেসেন্স’ সিরিজে তার চরিত্রের জন্য পুরষ্কার জিতেছেন। এই ক্যাটাগরিতে আউটস্ট্যান্ডিং অ্যাকট্রেসের পুরষ্কার...