সাসপেন্স, মিস্ট্রি আর থ্রিলার বললেই দর্শকের চোখে ভেসে ওঠে ভিকি জাহেদের নাম। গল্প বলার নিজস্ব ভঙ্গি আর যুক্তি-তর্কের সূক্ষ্ম বুননে তিনি তৈরি করেন ভিন্ন স্বাদের কনটেন্ট। এবারও তেমনই কিছু অপেক্ষা করছে দর্শকের জন্য। চরকিতে মুক্তি পেতে যাচ্ছে তার নির্মিত ফ্ল্যাশ ফিকশন ‘অন্ধ বালক’। এতে অর্ক চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। সেখানে দিনা চরিত্রে রয়েছেন সাদিয়া আয়মান। প্রেমে মগ্ন এই দুই তরুণ-তরুণীর সম্পর্ক হঠাৎ করেই ভেঙে যেতে শুরু করে। সেই ফাঁটলের সূত্র ধরে এগোয় অন্ধ এক বালকের প্রসঙ্গ। যা দিনার বিশ্বাসকে আরও নাড়া দেয়। কেন ভাঙছে সেই সম্পর্ক, সেই উত্তর মিলবে ১৭ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে। এ সময় ‘অন্ধ বালক’ মুক্তি পাবে চরকিতে। ভিকি জাহেদ জানান, নাজিম-উদ-দৌলার গল্প অবলম্বনে নির্মিত হয়েছে কাজটি। এতে প্রেম আছে, আছে তার পরিণতিও। তবে পরিণতির...