এশিয়া কাপ ২০২৫-এ ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে নতুন বিতর্ক। ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তান দলের সঙ্গে কোনো করমর্দন বা সৌজন্য বিনিময় করেনি।এমনকি পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা ভারতীয় ড্রেসিংরুমে গেলেও কেউ বাইরে আসেনি। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন। ভারতের বিপক্ষে ৭ উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে হেসন বলেন, ‘আমরা প্রস্তুত ছিলাম হাত মেলাতে। কিন্তু প্রতিপক্ষের পক্ষ থেকে সেই ইচ্ছা দেখা যায়নি। আমরা গিয়েছিলাম, কিন্তু তারা এরই মধ্যে ভেতরে ঢুকে গেছে। এমনভাবে ম্যাচের সমাপ্তি হওয়া হতাশাজনক। ’ পুরো ম্যাচ জুড়েই দুই দলের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি লক্ষ্য করা গেছে। টসের সময়ও পাকিস্তান অধিনায়ক সালমান ও ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব একে অপরের সঙ্গে হাত মেলাননি কিংবা চোখে চোখ রাখেননি। ম্যাচ শেষে জয়সূচক ছক্কা হাঁকিয়েই সূর্যকুমার সরাসরি ডাগআউটে ফিরে যান...