স্পেনের বিখ্যাত সাইক্লিং প্রতিযোগিতা ‘ভুয়েলতা আ এস্পানা’র ফাইনাল ধাপ বাতিল হয়ে গেছে প্রো-প্যালেস্টাইনি বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে। রোববার মাদ্রিদে ১০৪ কিলোমিটার দীর্ঘ শেষ ধাপ চলাকালে এই বিশৃঙ্খলা দেখা দেয়। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রথমে রেস থামিয়ে দেয় পুলিশ। বিক্ষোভকারীরা ইসরায়েলবিরোধী ব্যানার হাতে প্রতিবাদ করছিলেন এবং রাস্তায় ব্যারিকেড ফেলে সাইক্লিস্টদের পথ আটকানোর চেষ্টা করেন। কিছুক্ষণ পর রেস আবার শুরু হলেও শেষ পর্যন্ত আয়োজকরা নিরাপত্তার স্বার্থে ফাইনাল ধাপ বাতিল ঘোষণা করেন। আয়োজকদের বিবৃতিতে বলা হয়, ‘নিরাপত্তাজনিত কারণে লা ভুয়েলতার ২১তম ধাপ আগেই সমাপ্ত ঘোষণা করা হলো। কোনো পডিয়াম অনুষ্ঠান হবে না। রেস শেষ হয়েছে এবং বিজয়ী হলেন জোনাস ভিনগেগার্ড। ’ বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা হাতে দলের সাপোর্ট কারগুলোর দিকে তীব্র স্লোগান দেন। আয়োজকরা আগেই অনুমান করেছিলেন যে প্রায় ৬...