চট্টগ্রাম:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে দ্বিতীয় দিনের মত মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে চাকসু কার্যালয়ে ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র সংসদে ১০ এবং হল সংসদের বিভিন্ন পদে ৭টি ফরম কিনেছেন শিক্ষার্থীরা। এদিকে ডাকসু, জাকসু, রাকসু’র পর চাকসু নির্বাচনের কার্যক্রম শুরু হলেও ক্যাস্পাসে তেমন কোনো আমেজ নেই নির্বাচন ঘিরে।কেন্দ্রীয় ছাত্র সংসদে সাধারণ শিক্ষার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করলেও ছাত্রী হল সংসদে দুইদিনে ফরম বিক্রি হয়েছে মাত্র ৫টি। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন। তিনি বাংলানিউজকে জানান, মনোনয়ন ফরম বিতরণ আগামীকাল (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত চলবে। এখন পর্যন্ত যা সাড়া পাওয়া যাচ্ছে তা শেষদিন আরও বাড়তে পারে। তফসিল...