নেপালের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র অ্যাডভোকেট সাবিতা ভাণ্ডারি। নেপালে প্রথমবারের মতো কোনো নারী এই পদে আসীন হলেন। খবর কাঠমান্ডু পোস্টের। সংবাদমাধ্যমটি বলছে, নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল রবিবার (১৪ সেপ্টেম্বর) সাবিতা ভাণ্ডারিকে নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন। প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে এই নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে রবিবার সকালে প্রেসিডেন্ট পাউডেল অ্যাটর্নি জেনারেল রমেশ বাদালের পদত্যাগপত্র গ্রহণ করেন। নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নেওয়া সাবিতা ভাণ্ডারি এর আগে তথ্য কমিশনের কমিশনার হিসেবে...