ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এখন ‘হ্যান্ডশেক’ বিতর্ক। এশিয়া কাপের ম্যাচের আগে-পরে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা, ঘটনায় পাকিস্তান হেড কোচ মাইক হেসন বলেছেন- হাত না মিলিয়ে ভারত অখেলোয়াড়সুলভ আচরণ করেছে। গ্রুপপর্বের লড়াইয়ে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রোববার টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১২৭ রানের সংগ্রহ গড়ে দলটি। জবাবে ৭ উইকেট ও ২৫ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ভারত। এই ম্যাচ ঘিরে এখন যত আলোচনা হাত না মেলানো প্রসঙ্গে। গত এপ্রিলে কাশ্মীর ইস্যুতে সংঘাতের পর ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নতুন মোড় নিয়েছিল। এশিয়া কাপে দুদল মুখোমুখি হবে কিনা তা নিয়েও ছিল শঙ্কা। শেষপর্যন্ত গ্রুপপর্বে মুখোমুখি হলেও বিতর্ক পিছু ছাড়েনি। টসের পর পাকিস্তান অধিনায়ক সালমান আলীর সঙ্গে...