১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ পিএম ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তরুণদের উদ্দেশে বললেন, এই পুরস্কার কেবল স্বীকৃতি নয়, বরং তাদের আরও সাহসী হতে, নেতৃত্ব দিতে এবং সমাজের কল্যাণে নতুন উদ্ভাবনী কাজ করতে উদ্বুদ্ধ করবে। তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে আয়োজনের ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন। তিনি অনুষ্ঠান আয়োজনের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান এবং পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টা বলেন, তরুণরাই দেশের চালিকাশক্তি। তারা শিক্ষাক্ষেত্র ছাড়াও স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায়বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চলমান চ্যালেঞ্জ যেমন জনস্বাস্থ্য সংকট, শিক্ষা ও পরিবেশগত সমস্যার মোকাবিলায় যুবসমাজকে নেতৃত্ব দিতে হবে। তিনি আরও উল্লেখ করেন, স্বেচ্ছাসেবা কেবল আর্তমানবতার কল্যাণের জন্য নয়, এটি আত্মউন্নয়ন, চরিত্র গঠন ও...