১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম চাঁদপুরের হাজীগঞ্জে স্ত্রী রুমা রানী ঘোষকে হত্যার অভিযোগে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে স্বামী আকাশ সরকারকে (৩০) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। স্বামীর পরিবারের দাবি রুমা আত্মহত্যা করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে ঘটনার দিন রাতেই মামলা দায়েরে হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। রবিবার রাতে ঘটনাটি ঘটে হাজীগঞ্জ পৌর এলাকার হাজীগঞ্জ ফায়ার সার্ভিস কেন্দ্রের পেছনে নিহতের স্বামীর ভাড়া বাসাতে। রুমার ৪ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। রুমা উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের ঘোষ বাড়ির উত্তম ঘোষের মেয়ে। আকাশ সরকার হাজীগঞ্জ এলাকার বাসিন্দা। খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু আহাম্মদ চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে মরদেহের সুরতহাল তৈরি করে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। রুমার মা প্রতিমা...