ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে চলা অবরোধ কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নের ঘটনায় দ্রুতবিচার আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৯০ জনের নাম উল্লেখ ও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার রাত ১০টায় ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। আশরাফ হোসেন বলেন, মামলায় আন্দোলনের প্রধান সম্বনয়ক ও আলগী ইউনিয়নের চেয়ারম্যান...