১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ এএম নায়িকাদের মধ্যে বন্ধুত্ব আদৌ হয় কি না, এ নিয়ে বহু আলাপ রয়েছে। বিশেষ করে একসঙ্গে কাজ করতে গেলে নাকি সম্পর্কের টানাপোড়েন বাড়ে। বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা ও প্রিয়াঙ্কা চোপড়ারও এমন অভিজ্ঞতার কথা শোনা যায়। ঘটনাটি জোয়া আখতারের সিনেমা ‘দিল ধাড়াকনে দো’র সেটে। শুটিং চলাকালীন একটি প্রসঙ্গকে ঘিরে দুই নায়িকার মধ্যে মতবিরোধ তৈরি হয়, যা গড়ায় তর্কাতর্কিতে যার কেন্দ্রবিন্দু ছিলেন অভিনেতা দর্শন কুমার। আসলে দর্শনের বিষয়ে দুই অভিনেত্রীর দুই ভিন্ন মত ছিল। আনুশকা আগেই তার সঙ্গে ‘এনএইচ ১০’ ছবিতে কাজ করেছিলেন। সেখানে দর্শন ছিলেন খলচরিত্রে। আনুশকার দাবি, দর্শন বেশ উদ্ধত স্বভাবের। অন্যদিকে, প্রিয়াঙ্কা মেরি কম–এ দর্শনের বিপরীতে কাজ করার অভিজ্ঞতা থেকে বলেছিলেন, তিনি ভীষণ মিষ্টি এবং পরিশ্রমী...