১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ এএম সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রায় এক পক্ষকাল বাকি। তাই ঈশ্বরদীর মন্দিরে মন্দিরে পূর্ণদ্যোমে চলছে প্রতিমা তৈরির কাজ। দিন-রাত সমানতালে কাজে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। পঞ্জিকা মতে, আগামী ২৭ সেপ্টেম্বর বোধন শেষে ষষ্ঠী তিথিতে প্রতিমা আসনে অধিষ্ঠিত হবে। ২৯ সেপ্টেম্বর সপ্তমী, মহাষ্টমী পালিত হবে ৩০ সেপ্টেম্বর। মহানবমী ১ অক্টোবর আর বিজয়া দশমী পালিত হবে ২ অক্টোবর। এদিন বিসর্জনে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। সরেজমিনে দেখা গেছে, মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ। শহরের ঠাকুরবাড়ি সত্য নারায়ণ মন্দিরে প্রতিমা শিল্পী আনন্দ পালকে দেখা যায়, তিনি প্রতিমা তৈরির কাজ করছেন। পাশে তার ছোট ছেলে এবং এক শ্রমিক দোমাটি লাগাচ্ছে প্রতিমার গায়ে। প্রতিমা কারিগর আনন্দ পাল এসেছেন সিরাজগঞ্জ...