স্পোর্টস ডেস্ক : বাংলাদেশকে হারিয়ে দারুণভাবে এশিয়া কাপ শুরুর পর জয়ের ধারা অব্যাহত রেখে সুপার ফোরের পথে এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ হংকংয়ের মুখোমুখি হবে শ্রীলংকা। অন্যদিকে, প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হারের দুঃস্মৃতি ভুলে জয়ের দেখা পেতে মরিয়া হংকং। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথমবারের মত মুখোমুখি হবে শ্রীলংকা-হংকং। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুবাইয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। এর আগে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করে ছয়বারের চ্যাম্পিয়ন শ্রীলংকা। বোলারদের পর ব্যাটারদের দুর্দান্ত পারফর্মেন্সে ৬ উইকেটের জয় পায় লংকানরা। নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশকে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রানের বেশি করতে দেয়নি শ্রীলংকান বোলাররা। জবাবে ১৪০ রান স্পর্শ করতে কোনো সমস্যা হয়নি লংকানদের। দ্বিতীয় উইকেটে পাথুম নিশাঙ্কা ও কামিল মিশারার...