সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর পশ্চিম তীরে ‘চায়না বাঁধ’ এলাকায় প্রায় এক হাজার একর জমি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে ২০১৭-১৮ অর্থবছরে শুরু হয়ে ২০২৩ সালে শেষ হওয়া প্রকল্পে সরকারের ব্যয় হয়েছিল ৬৩৮ কোটি টাকা। কিন্তু জেলা প্রশাসন ও পাউবোর সমন্বয়হীনতা এবং জমি অধিগ্রহণ জটিলতায় প্রকল্পটির ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে। তথ্য অনুযায়ী, সেনাবাহিনীর বাস্তবায়নে ‘প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল সুরক্ষা এবং যমুনা নদী থেকে পুনরুদ্ধারকৃত জমি উন্নয়ন’ প্রকল্পের আওতায় ১,১৫৬ একর জমি ভরাট ও সুরক্ষা করা হয়। এর মধ্যে ৯৯২ একর জমি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উপযোগী করা হয়েছিল। মাটি ভরাটে ব্যয় হয় ২৯৪.৮১ কোটি টাকা, নদীতীর সুরক্ষায় ২০১.২৬ কোটি টাকা এবং বাঁধ নির্মাণে ১০ কোটি টাকা। তবে স্থানীয় ৯টি মৌজার মধ্যে প্রায় ৬৪৩...