১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৭ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ এএম যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, যা পুরো দেশকে স্তম্ভিত করেছে। একজন ভারতীয় হোটেল ব্যবসায়ী চন্দ্র নাগামাল্লাইয়াকে তার হোটেলের ওয়াশিং মেশিন ব্যবহার সংক্রান্ত বিরোধের জেরে অবৈধ কিউবান অভিবাসী ইয়োরডানিস কোবোস-মার্টিনেজ চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। ঘটনাটি ঘটে ১০ সেপ্টেম্বর ডালাসের একটি হোটেলে। নিহত ৫৭ বছর বয়সী নাগামাল্লাইয়াকে তার স্ত্রী ও ১৮ বছরের ছেলে উপস্থিত থাকার সময় মার্টিনেজ কুপিয়ে হত্যা করেন। সিসি ক্যামেরার ফুটেজে ভয়ঙ্কর ঘটনার প্রতিটি দৃশ্য ধরা পড়েছে। হত্যার সূত্রপাত ওয়াশিং মেশিন ব্যবহার নিয়ে তর্কের পর। মার্টিনেজের বিরুদ্ধে এর আগে শিশু নিগ্রহ এবং গাড়ি চুরির মতো একাধিক অভিযোগ ছিল। সম্প্রতি সে জেল থেকে ছাড়া পেয়েছিল। মার্টিনেজ...