বিশ্বের নতুন দ্রুততম মানব হলেন জ্যামাইকার অ্যাথলেট অবলিক সেভিল। অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে গত ১০ বছরের মধ্যে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে সেরা হওয়া প্রথম জ্যামাইকার তিনি। স্বদেশি কিশানে থম্পসন এবং যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলসকে হারিয়ে সোনা জিতে নেন তিনি। রোববার (১৪ সেপ্টেম্বর) টোকিওতে সেভিল ৯.৭৭ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন। এটি তার ক্যারিয়ারের ব্যক্তিগত সেরা টাইমিং। রূপা জেতা থম্পসনের সময় লেগেছে ৯.৮২ সেকেন্ডে। গত বছর প্যারিস অলিম্পিকে চ্যাম্পিয়ন হওয়া লাইলস ব্রোঞ্জ জিতেছেন ৯.৮৯ সেকেন্ডে। ১১ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও জ্যামাইকার কিংবদন্তি উসাইন বোল্ট সেভিল এবং থম্পসনের পক্ষে ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি দুই স্বদেশিকে লাইলসের চেয়ে এগিয়ে রেখেছিলেন লড়াইয়ে। ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় সেভিল ও থম্পসন দৌড় শেষ করার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়েন গ্যালারিতে থাকা বোল্ট। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের জ্যামাইকার হয়ে শেষবার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা...