প্রথম নারী প্রধানমন্ত্রীর পর এবার প্রথম নারী অ্যাটর্নি জেনারেল পেলো নেপাল। রমেশ বাদল জেন-জি বিক্ষোভের মুখে ওলি সরকারের পতনের পরপরই অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরে দাঁড়ান। রবিবার তার পদত্যাগপত্র গ্রহণ করে নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে সিনিয়র আইনজীবী সবিতা ভান্ডারিকে নিয়োগ দিয়েছে নেপালের প্রেসিডেন্ট। নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল হলেন সবিতা ভান্ডারি। তিনি এখন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার দায়িত্ব পেলেন। প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল সবিতার নিয়োগ চূড়ান্ত করার পাশাপাশি সাবেক অ্যাটর্নি জেনারেল রমেশ বাদলের পদত্যাগপত্র অনুমোদন করেছেন। নেপালি দৈনিক দ্য কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশেই ভান্ডারিকে এ পদে নিয়োগ করা হয়। সবিতা ভান্ডারি নেপালের জাতীয় তথ্য কমিশনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আইনবিদ কৃষ্ণ প্রসাদ ভান্ডারির কন্যা। রবিবার সকালে প্রধানমন্ত্রী কার্কি ভান্ডারিকে এই পদের জন্য প্রস্তাব...