গণ বিশ্ববিদ্যালয় (গকসু) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ৬৭ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে রিটার্নিং অফিস। বাদ পড়েছেন সাতজন। তাদের মধ্যে চারজন স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচনের রিটার্নিং অফিস থেকে এ তথ্য জানানো হয়।আরো পড়ুন:প্রথম কার্যনির্বাহী সভায় সিনেটে ৫ ছাত্র প্রতিনিধি ঠিক করল ডাকসুরাকসু নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ আজ প্রথম কার্যনির্বাহী সভায় সিনেটে ৫ ছাত্র প্রতিনিধি ঠিক করল ডাকসু রিটার্নিং অফিস জানায়, ডোপ টেস্টে পজিটিভ ধরা পড়লে কিংবা পরীক্ষায় অংশ না নিলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে। তফসিল অনুযায়ী কয়েকজন প্রার্থী নিজ উদ্যোগে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। চূড়ান্ত তালিকায় সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন- রাজিব হোসেন (ফলিত গণিত), আবু সুফিয়ান মুছা (ভেটেরিনারি), রাকিব (আইন), মো. আব্দুল মাজেদ সালাফি (ভেটেরিনারি), মো. রিফাত হোসাইন (আইন), নাসিম (রসায়ন), শেখ খোদারনূর ইসলাম...