মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে মো. সোহেল রানা (৩০) নামে এক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার শ্রীনগর উপজেলার মধ্যবাঘরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সোহেল রানা উপজেলার কামারগাঁও মাঠপাড়া গ্রামের আবু বেপারীর ছেলে। র্যাব-১০ এর মিডিয়া সেলের সহকারী পরিচালক তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাবের একটি আভিযানিক টিম অভিযান চালায়। এ সময় সাজাপ্রাপ্ত পলাতক...