নজিরবিহীন দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে এই সপ্তাহেই ব্রিটেন যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সফরের সময় প্রযুক্তি ও বেসামরিক পারমাণবিক জ্বালানির ওপর চুক্তি ঘোষণা করবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। চুক্তির লক্ষ্য দুই দেশের ট্রিলিয়ন ডলারের প্রযুক্তি খাতে সহযোগিতা জোরদার করা, যাতে আটলান্টিকের উভয় প্রান্তের ব্যবসা ও ভোক্তারা উপকৃত হন। যুক্তরাজ্য বহুল প্রচারিত বাণিজ্য চুক্তির অধীনে ইস্পাত শুল্ক চূড়ান্ত করার আশা করছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছাবেন এবং তিন দিন অবস্থান করবেন ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সফরের সময় ব্রিটিশ রাজকীয় আড়ম্বরের প্রদর্শনী উপভোগ করবেন ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া। এর মধ্যে রয়েছে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা, রাষ্ট্রীয় ভোজ, সামরিক বিমানের উড়ান প্রদর্শনী এবং বন্দুকের সম্মাননা। ব্রিটিশ সরকার আশা করছে, রাজপরিবারের ‘সফট পাওয়ার’ ট্রাম্পকে আকৃষ্ট করবে। কারণ...