‘ম্যানচেস্টার ইজ রেড’, ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের সেই গর্ব আর তৃপ্তি এখন স্মৃতির জাবর কাটার মতোই ব্যাপার। মুখোমুখি লড়াইয়ে দু-একটি ব্যতিক্রম ছাড়া বছরের পর বছর ধরে ম্যানচেস্টার সিটির দাপটে বদলে গেছে চিত্র। নতুন মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতেও ফুটে উঠেছে ‘ম্যানচেস্টার ইজ ব্লু।’ তাতে ইউনাইটেড সমর্থকদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে নিশ্চিতভাবেই। তবে কোচ হুবেন অ্যামুরির দাবি, তার আঘাতের তীব্রতা আরও বেশি। ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ গোলে হেরে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। গত মৌসুমের চরম হতাশাজনক পারফরম্যান্সের পর নতুন মৌসুমেও ম্যান ইউনাইটেডের শুরুটা হয়েছে বাজে। প্রিমিয়ার লিগে চার ম্যাচে তাদের জয় স্রেফ একটি। এক ড্র ও দুই হারে পয়েন্ট তাদের চার। পয়েন্ট তালিকায় অবস্থান এখন চতুর্দশ। অ্যামুরির অবশ্য দাবি, তার দল উন্নতি করেছে। কিন্তু সেই উন্নতির প্রতিফলন ফলাফলে না...