বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে তৃতীয় দফার তিনদিনের হরতাল চলছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। হরতালের প্রভাবে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে কোন যানবাহন চলাচল করছে না। তবে ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট খোলা রয়েছে। জনদুর্ভোগ এড়াতে এবং হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উপলক্ষে তাদের চলাচল স্বাভাবিক রাখতে মোটরসাইকেল, ইজিবাইক ও রিকশা চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এগুলো মহাসড়ক ও ছোট ছোট সড়কে চলাচল করছে। জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, জনগণের ভোগান্তির কথা চিন্তা করে আমরা শুধু মহাসড়কে হরতাল করছি। ইজিবাইক, রিকশা, মোটরসাইকেলসহ দুই চাকার সব যান ও ব্যবসাপ্রতিষ্ঠান হরতালের আওতামুক্ত রয়েছে। যার কারণে...