এশিয়া কাপ ২০২৫-এ ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ‘নো হ্যান্ডশেক’ বা হাত না মেলানোর ঘটনা। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে ভারতের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। পিসিবির দাবি, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগাকে জানিয়ে দেন যে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাতে হবে না। এরপর থেকেই ভারতীয় শিবির পাকিস্তান দলের সঙ্গে কোনো বন্ধুত্বপূর্ণ আচরণে অংশ নেয়নি। খেলার পরও ভারতীয় দল সরাসরি ড্রেসিংরুমে চলে যায়, কারও সঙ্গে করমর্দন বা আলাপচারিতায় যুক্ত হয়নি। ঘটনা নিয়ে ক্ষুব্ধ পিসিবি জানিয়েছে, এটি ক্রীড়াত্মক চেতনার পরিপন্থী। বোর্ডের বিবৃতিতে বলা হয়, ‘ম্যাচ রেফারি টসের সময় সালমান আলি আগাকে সতর্ক করেন যে সূর্যকুমারের সঙ্গে হাত মেলানো যাবে না। পাকিস্তান দল ব্যবস্থাপনা এই আচরণের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে।...