নগর প্রতিদ্বন্দ্বীদের উড়িয়ে দিয়ে আবারও প্রিমিয়ার লিগে ছন্দে ফিরল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের ম্যাচটিতে তারা ইউনাইটডকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে। জোড়া গোল করেছেন নরওয়ের তারকা আর্লিং হালান্ড, আর প্রথম গোলটি করেন ফিল ফোডেন। দুই পরাজয়ের ধাক্কা নিয়ে আন্তর্জাতিক বিরতিতে গিয়েছিল সিটি। ফলে এই ম্যাচ ঘিরে চাপ ছিল তুঙ্গে। তবে ইত্তিহাদ স্টেডিয়ামে একতরফা পারফরম্যান্সে সিটিজেনরা সব শঙ্কা উড়িয়ে দেন। ম্যাচের আগে প্রয়াত সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার ও সিটির আজীবন সমর্থক রিকি হ্যাটনের স্মরণে শ্রদ্ধা নিবেদন করে সিটি খেলোয়াড়রা। ১৮ মিনিটে জেরেমি ডোকুর গতি ও পায়ের জাদুতে তৈরি আক্রমণ থেকে হেড করে গোল করেন ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে আবারও ডোকুর পাস ধরে লুক শকে অনেকটা গায়ের জোরে সরিয়ে দারুণ ফিনিশিংয়ে গোল করেন হালান্ড। ৬৮ মিনিটে মিডফিল্ড থেকে...