দীর্ঘ ১৭ বছর পর মতলব সরকারি কলেজ (মসক) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা উপকরণ সামগ্রী উপহার দিয়ে স্বাগত জানিয়েছে মতলব সরকারি কলেজ শাখা ছাত্রদল। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে কলেজের মূল ফটকে, বিভিন্ন বিভাগে নবীন শিক্ষার্থীদের হাতে ফুল, শুভেচ্ছা বার্তা, কলম ও চকোলেট দিয়ে বরণ করে নেয় সংগঠনের নেতাকর্মীরা। মতলব সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. তামজিদ আহমেদ বলেন, আমরা নবীন শিক্ষার্থী ভাই বোনদের গোলাপ ফুল, কলম এবং চকোলেট দিয়ে কলেজ ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। সেই সাথে তাদের নিরাপদ ও আনন্দ মুখর ক্যাম্পাসে পড়াশোনা করার নিশ্চয়তা দেই। আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবসময় তাদের পাশে থাকবো। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য। নবীন শিক্ষার্থীরা আমাদের এই উদ্যোগ কে সানন্দে গ্রহণ করেছেন। মতলব পৌর ছাত্রদল নেতা ফয়সাল খন্দকার...