পাকিস্তানের বন্যাদুর্গতদের সহায়তায় বিশেষ তহবিল সংগ্রহের জন্য কনসার্ট করবেন দেশটির প্রখ্যাত গায়ক আলি জাফর। আগামী ২৭ সেপ্টেম্বর,লাহোরের আলহামরা কালচারাল কমপ্লেক্সে কনসার্টটি অনুষ্ঠিত হবে। আলি জাফর জানান, কনসার্ট থেকে পাওয়া সব অর্থ ‘আলি জাফর ফাউন্ডেশন’র মাধ্যমে বন্যাদুর্গত পরিবারগুলোর পুনর্বাসনে ব্যয় করা হবে। এসব পরিবার ঘরবাড়ি, জীবিকা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে দুঃসহ পরিস্থিতিতে রয়েছে। আলি জাফর আরও ইঙ্গিত দিয়েছেন, কনসার্টে দেশের কয়েকজন শীর্ষস্থানীয় সংগীতশিল্পীও চমকপ্রদ পারফরম্যান্স করবেন। তবে কোন কোন সংগিতশিল্পী এ কনসার্টে উপস্থিত থাকবেন উল্লেখ করা হয়নি। তবে অনুষ্ঠানের সময় ঘনিয়ে এলে তাদের নাম প্রকাশ করা হবে বলে জানা গেছে। এক আবেগঘন বিবৃতিতে আলি জাফর বলেন, ‘এই কনসার্ট কেবল সংগীত নয়, এটি একটি কণ্ঠস্বর। আসুন আমরা সবাই এক হয়ে তাদের পাশে দাঁড়াই, যারা এখনো সাহায্যের অপেক্ষায় আছে। আসুন আমরা আশার প্রদীপ...