ভারতের গোয়ালিয়রের তরুণ উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তানিয়া মিত্তাল আবারও আলোচনায় এসেছেন। মহাকুম্ভ সফরের সময়কার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি রাতারাতি ইন্টারনেট সেনসেশনে পরিণত হন। এবার বলিউড সুপারস্টার সালমান খানের সঞ্চালনায় চলমান জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এ অংশগ্রহণ করে নতুনভাবে আলোচনার জন্ম দিয়েছেন এই উঠতি তারকা। তবে এবার প্রশংসার চেয়ে সমালোচনাই বেশি ঘিরে ধরেছে তাকে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিগ বসের মঞ্চে হাজির হয়ে তানিয়া দাবি করেন, তার রয়েছে ২৬ হাজার বর্গফুট আয়তনের বিলাসবহুল বাড়ি। তার অধীনে কাজ করছেন প্রায় ৮০০ কর্মী। ব্যক্তিগত নিরাপত্তার জন্য রয়েছে একাধিক দেহরক্ষীও। নিজেকে তিনি প্রকাশ্যে কোটিপতি হিসেবে পরিচয় দিয়েছেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো একটি পুরনো সাক্ষাৎকারকে ঘিরেই এখন বেশি আলোচনা হচ্ছে। নিউস্কুপ-কে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি একেবারেই ভিন্ন মানসিকতা...