দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের বহুল প্রত্যাশিত ভারত-পাকিস্তান ম্যাচ একপেশে লড়াইয়েই শেষ হলো। ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান থেমে যায় ১২৭ রানে, আর লক্ষ্য সহজেই ৭ উইকেটে ছুঁয়ে ফেলে ভারত। পাকিস্তানের হয়ে ওপেনার সাহিবজাদা ফারহান করেন সর্বোচ্চ ৪০ রান, আর শেষ দিকে শাহিন শাহ আফ্রিদির ঝড়ো ১৬ বলে ৩৩ রানে দল কিছুটা লড়াইয়ের ইঙ্গিত পায়। তবে কুলদিপ ইয়াদাভের ঘূর্ণি সামলাতে পারেনি পাকিস্তানের ব্যাটাররা; তিনি মাত্র ১৮ রানে নেন ৩ উইকেট এবং ম্যাচসেরার স্বীকৃতি পান। জবাবে ভারতের ইনিংসে ঝড় তোলেন আভিশেক শর্মা (১৩ বলে ৩১) এবং সুরিয়াকুমার ইয়াদাভ। শেষ পর্যন্ত সুরিয়াকুমারের অপরাজিত ৪৭ রানে সহজ জয় নিশ্চিত করে ভারত। তিলক ভার্মা করেন ৩১ রান। তবে ম্যাচের ক্রিকেটীয় দিক ছাড়িয়ে আলোচনায় এসেছে আরেকটি বিষয়—টস থেকে ম্যাচশেষ পর্যন্ত সৌজন্যমূলক করমর্দন এড়িয়ে গেছে ভারতীয় ক্রিকেটাররা।...