১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮ এএম বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে আবারো গুলাগুলির ঘটনা ঘটেছে। মিয়ানমারের ভেতর থেকে আসা গোলাগুলির শব্দে সীমান্ত এলাকার সাধারণ মানুষ ভয়ে রাত জেগে কাটিয়েছেন। সীমান্ত এলাকার অনেক বাসিন্দা ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করেছে। অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য দূরে কোথাও নিকটাত্মীয়দের কাছে ছুটে গেছে বলেও সূত্রে জানা গেছে। রবিবার দিবাগত রাত দেড়টা থেকে রাত ২টা পর্যন্ত টানা প্রায় আধাঘণ্টা ধরে থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘুমধুম ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হেলাল বলেন, রাতে হঠাৎ মুহুর্মুহু গুলির শব্দ শোনা যায়। গুলির শব্দে হঠাৎ স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তুমব্রু এলাকার বাসিন্দা জনৈক আবসার জানান, রাত দেড়টার দিকে হঠাৎ করে সীমান্তের ওপারে...