বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন, গত কয়েক মাস গণমাধ্যমসহ দলীয় নেতাকর্মীদের মাঝে এমন আলোচনা চললেও কবে তিনি ফিরবেন সেটি এখনো চূড়ান্ত নয়। সম্প্রতি তার নিরাপত্তাসহ সার্বিক বিষয়াদি নিয়ে দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন, গত কয়েক মাস গণমাধ্যমসহ দলীয় নেতাকর্মীদের মাঝে এমন আলোচনা চললেও কবে তিনি ফিরবেন সেটি এখনো চূড়ান্ত নয়। সম্প্রতি তার নিরাপত্তাসহ সার্বিক বিষয়াদি নিয়ে দলের নীতিনির্ধারকদের সরকারের উচ্চ মহলের সাথে বৈঠকের পর এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। তবে তারেক রহমান ঠিক কবে নাগাদ দেশে ফিরছেন, সে বিষয়ে ঢাকায় বিএনপির নেতারা সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না। তবে তারা বলছেন, তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। জানা গেছে, তারেক রহমানের দেশে...