দীর্ঘ ২০ মাস পর ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে পুনর্মিলন হয়েছে প্রিন্স হ্যারীর। রাজা ও পুত্রের সর্বশেষ দেখা হয়েছিল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে, যখন চার্লস প্রকাশ্যে জানান যে তিনি ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। ২০২০ সালে রাজপরিবারের দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়া হ্যারি সেই সময় স্বল্প সময়ের জন্য লন্ডনে এসে মাত্র ৩০ মিনিট বাবার সঙ্গে দেখা করেছিলেন। তবে এবার প্রায় দুই বছর পর, ১০ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিটে হ্যারি গাড়িতে করে রাজার লন্ডন বাসভবন ক্ল্যারেন্স হাউসে পৌঁছান এবং বাবার সঙ্গে চায়ের আড্ডায় মিলিত হন। তিনি সেখানে প্রায় ৫৫ মিনিট অবস্থান করেন। পরে লন্ডনে আয়োজিত ইনভিক্টাস ইভেন্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হ্যারি সংক্ষেপে বলেন, ‘জি, উনি ভালো আছেন, ধন্যবাদ।’ এর কয়েক ঘণ্টা আগেই রাজা স্কটল্যান্ড থেকে উড়ে লন্ডনে এসে ক্ল্যারেন্স হাউসে প্রবেশ...