রবিবার (১৪ সেপ্টেম্বর) চতুর্থ রাউন্ডের অন্য ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল ১-০’তে বার্নলিকে হারিয়ে জয়ছন্দেই থেকেছে। ঘরের মাঠে ম্যাচের ১৮ মিনিটে ইউনাইটেডের জালে বল পাঠায় সিটি। জেরেমি ডোকুর ডি-বক্সে বাড়ানো বল হেডে ঠিকানায় পাঠান ফিল ফোডেন। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করে স্বাগতিকরা। এই গোলেও জড়িয়ে ডোকুর নাম। ফোডেনের পাস ধরে ডি-বক্সে বাড়ানো তার থ্রু বল কোনাকুনি শটে জালে পাঠান আর্লিং হালান্ড। এক মিনিট পর পোস্টে মেরে সুযোগ হাতছাড়া করা নরওয়ের এই তারকা ফরোয়ার্ড ৬৮ মিনিটে দ্বিতীয় গোল তুলে নেন। বের্নার্দো সিলভার থ্রু পাস মাঝমাঠে ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটেই গোলরক্ষককে পরাস্ত করেন। এবারের লিগে চার ম্যাচে হালান্ডের গোল হলো পাঁচটি। বাকি সময়ে ইউনাইটেড আক্রমণে ধার বাড়িয়েও কিছু করতে পারেনি। চার...